Ram Navami Procession in Barasat : বারাসতে রামনবমী উপলক্ষ্যে হিন্দু জাগরণ মঞ্চের শোভাযাত্রা - Ram Navami Procession in Barasat by Hindu Jagran Mancha
রামনবমী উপলক্ষ্যে দত্তপুকুরে শোভাযাত্রা বের করা হয় হিন্দু জাগরণ মঞ্চ বারাসত খণ্ড 1-এর তরফ থেকে (Ram Navami Procession in Barasat by Hindu Jagran Mancha)। দত্তপুকুর 2 নম্বর অঞ্চলের জয়পুল থেকে রামনবমীর এই শোভাযাত্রা শুরু হয় । বারাসত জেলাপুলিশ ও দত্তপুকুর থানার পুলিশ প্রশাসনের কড়া নজরদারিতে চলে শোভাযাত্রা । হিন্দুদের জাগ্রত ও সুরক্ষিত করতে এই শোভাযাত্রা বলে জানান হিন্দু জাগরণ মঞ্চ । শোভাযাত্রা ময়না এলাকায় গিয়ে শেষ হয় । শোভাযাত্রায় যাতে কোনওরকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল ।