Rally in Durgapur: অরাজনৈতিক ব্যানারের নীচে তৃণমূলের পৌর প্রশাসকরা, ইডি ও সিবিআই'য়ের বিরুদ্ধে ধিক্কার মিছিল দুর্গাপুরে - ইডি ও সিবিআইর বিরুদ্ধে ধিক্কার মিছিল দুর্গাপুরে
ইডি (ED) ও সিবিআইয়ের (CBI) বিরুদ্ধে দুর্গাপুরে রাস্তায় নামল ক্লাব সমন্বয় কমিটি (Rally in Durgapur) । অরাজনৈতিক এই মিছিলে পা মেলালেন দুর্গাপুর পৌরনিগমের দুই প্রশাসক । আর তা নিয়েই উঠল সমালোচনার ঝড় । বিরোধীদের অভিযোগ, অরাজনৈতিক এই মিছিলে রাজনৈতিক লোকেদের দখলদারি প্রমাণ করল আসলে তৃণমূলের (TMC) ব্যানারে এরা মিছিল করতেও ভয় পাচ্ছে । পৌরনিগমের (Durgapur Municipal Corporation) হয়ে সাফাই দেওয়া পৌর প্রশাসক দীপঙ্কর লাহা যদিও কোনও অন্যায় দেখছেন না ঘটনায়। রবিবার দুর্গাপুরের মার্কনি পুজো মণ্ডপের সামনে থেকে ভগৎ সিং মোড় পর্যন্ত এই প্রতিবাদ মিছিলটি হয় ৷
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST