Rajanya Haldar On Rudranil Ghosh: দুর্গাপুরের সভা থেকে রুদ্রনীলকে কটাক্ষ রাজন্যার - রাজন্যা হালদার
চলতি বছরে 21 জুলাই মঞ্চে প্রথম বক্তব্য রেখে ছিলেন তৃণমূল যুবনেত্রী রাজন্যা হালদার ৷ ক্ষুরধার বক্তব্যে মন জয় করেছিলেন রাজনৈতিক মহলের একাংশের ৷ তারপর থেকেই আলোচনায় উঠে আসছেন যুব নেত্রী ৷ এবার বিজেপি নেতা রুদ্রনীল ঘোষকে কটাক্ষ করতেও ছাড়লেন না ৷ রবিবার দুর্গাপুরের একটি জনসভা থেকেই রুদ্রনীলকে তীব্র কটাক্ষ করেন ৷
রবিবার বিকেলে দুর্গাপুরের জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিবাদের সুরে তৃণমূলের যুবনেত্রী রাজন্যা হালদার বলেন "তিনি বলেছেন (রুদ্রনীল) রাজন্যাকে কত টাকা দিয়ে কিনবে? এই মন্তব্য অত্যন্ত ঘৃণ্য এবং জঘন্য। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ শুধু রাজন্যার ব্যক্তি সত্তা বা রাজনৈতিক সত্তাকে আঘাত করেনি, বাংলার সমস্ত মায়েদের ব্যক্তি সত্তা ও রাজনৈতিক সত্তাকে আঘাত করেছে । রুদ্রনীল ঘোষ এবং তার মত ওই দলে থাকা বেশ কিছু মানুষ যারা নারী প্রগতির বিরোধিতা করেছেন । রুদ্রনীলবাবুকে ক্ষমা চাইতে হবে বাংলার সমস্ত মায়েদের কাছে । তৃণমূল কংগ্রেসের নেত্রীর কাছে ।" পাশাপাশি তিনি আরও জানান, শুধু ক্ষমা চাইলেই হবে না পরবর্তীতে রুদ্রনীল যাতে এইধরণের কোনও মন্তব্য না করেন সেই প্রতিশ্রিতিও দিতে হবে ।
তৃণমূলের যুবনেত্রী রাজন্যা হালদারের বিরুদ্ধে একটি বেসরকারি সংবাদমাধ্যমে অশালীন মন্তব্য বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষের । তারপরেই বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে কলকাতার সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূলের যুবনেত্রী রাজন্যা হালদার ।