Rajkummar Rao: কলকাতার গুড়ের রসগোল্লা রাজকুমারের বিশেষ পছন্দের - কলকাতায় রাজকুমার রাও
শৈলেশ কোলানু পরিচালিত হিন্দি ছবি 'হিট: দ্য ফার্স্ট কেস'(Hit: The First Case)। মুক্তি পাচ্ছে 15 জুলাই ৷ একই নামের তেলুগু ছবির অনুবাদে নির্মিত এই হিন্দি ছবির প্রচারে কলকাতায় এলেন ছবির মুখ্য চরিত্রাভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao visits Kolkata) ৷ তিনি জানালেন, বাংলার প্রতি তাঁর প্রেমের কথা । কলকাতার বিরিয়ানি, গুড়ের রসগোল্লা তাঁর নাকি বিশেষ পছন্দের । বাংলা ভাষায় ভালো গল্প পেলে অভিনয় করতে রাজি আছেন বলে জানালেন রাজকুমার রাও (Rajkummar Rao)।
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST