পশ্চিমবঙ্গ

west bengal

Rajiva Takes State EC Charge

ETV Bharat / videos

Rajiva Sinha Takes Charge: পঞ্চায়েত নির্বাচন রাজ্যের বিষয়, নির্বাচন কমিশনার পদের দায়িত্ব নিয়ে মন্তব্য রাজীব সিনহার - রাজীব সিনহা

By

Published : Jun 7, 2023, 5:55 PM IST

পঞ্চায়েত নির্বাচন কবে হবে ? সবেমাত্র দায়িত্বভার গ্রহণ করা রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে এই প্রশ্নই করা হয় বুধবার ৷ তাঁর জবাব, পঞ্চায়েত নির্বাচন কবে হবে, সেটা রাজ্য সরকার জানবে ৷ রাজ্য নির্বাচন কমিশন একটি বিধিবদ্ধ সংস্থা ৷ তার কাজ সরকারের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে নির্বাচনকে পরিচালনা করা ৷ তাঁর এই জবাবে কার্যত স্পষ্ট করে দিলেন, তিনি রাজ্য সরকারের ‘ইয়েস ম্যান’ হিসেবেই কাজ করবেন ৷ পূর্বসূরী মীরা কুমারের পথে তিনি হাঁটবেন না ৷

বুধবার সকালেই রাজভবনের তরফে রাজ্য সরকারের প্রস্তাব অনুযায়ী, রাজ্য নির্বাচন কমিশনের নয়া কমিশনার পদে প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহার নামে সিলমোহর দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ রাজভবনের তরফে ছাড়পত্র পাওয়ার পরেই, এ দিন দুপুরে রাজ্য নির্বাচন কমিশনে পৌঁছে যান রাজীব সিনহা ৷ সেখানে তাঁকে স্বাগত জানান, কমিশনের অন্যান্য আধিকারিকরা ৷ দায়িত্ব নিয়ে রাজীব সিনহা জানিয়েছেন, তিনি নির্বাচন কমিশনের নিয়ম নীতি মেনে কাজ করবেন ৷ নির্বাচনের আগে উদ্ধার হওয়া বোমা ও ভোট পরবর্তী হিংসার মতো ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সেই সব ঘটনা নিয়ন্ত্রণ করা তাঁর কাজ ৷ সেটা চাপ হিসেবে নিলে নির্বাচন কমিশনারের পদে কাজ করা সম্ভব নয় বলে জানান তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details