পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Passenger Protest: যাত্রী বিক্ষোভের জেরে খানা জংশনে আটকে গেল রাজধানী এক্সপ্রেস - রাজধানী এক্সপ্রেস

By

Published : Oct 19, 2022, 5:56 PM IST

Updated : Feb 3, 2023, 8:29 PM IST

যাত্রী বিক্ষোভের জেরে খানা জংশনে আটকে গেল ডাউন দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express Blocked at Khana Junction) । শুধু তাই নয়, বিভিন্ন স্টেশনে আটকে পড়ে দূর পাল্লার ট্রেন । পরে রেলপুলিশ বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয় ৷ প্রায় দিনই ডাউন রামপুরহাট-বর্ধমান লোকালকে খানা জংশনে দাঁড় করিয়ে অন্যান্য দূর পাল্লার ট্রেন পাস করানো হয় । ফলে নিত্য অফিস যাত্রী-সহ অন্যান্য যাত্রীরা সমস্যা পড়েন। বুধবারও ট্রেনটিকে ঘণ্টাখানেক খানা জংশন স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয় । এরপরেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা ৷ খবর পেয়ে রেলপুলিশ যায় খানা জংশন স্টেশনে । তারা বিক্ষোভকারীদের হঠাতে গেলে তর্কাতর্কি শুরু হয় । পরে ঠিকঠাক ট্রেন চলাচলে আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায় ।
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details