পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Kashmir Snowfall: বরফের চাদরে ঢাকল ভূ-স্বর্গ, দেখুন ভিডিয়ো... - তুষারপাত কাশ্মীরজুড়ে

By

Published : Dec 10, 2022, 10:27 PM IST

Updated : Feb 3, 2023, 8:35 PM IST

স্বর্গীয় রূপে কাশ্মীর (Kashmir Snowfall) ! চলতি শীতের মরশুমে আবারও ভারী তুষারপাত ভূ-স্বর্গে। তুষারপাতের ফলে শ্রীনগর-সহ কাশ্মীরের বিভিন্ন জায়গা এখন বরফের চাদরে ঢাকা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার সকাল থেকে কাশ্মীর উপত্যকায় তীব্র তুষারপাত শুরু হয়েছে ৷ কিন্তু সমতলে চলতে থাকা বারিধারা এখন বন্ধ হয়েছে (Rains and Snowfall Started in Kashmir Valley) ৷ যার জেরে কাশ্মীরে এখন ঠান্ডা বেশ কিছুটা বেড়েছে। কাশ্মীরের শোপিয়ান জেলার হিরপোরা ও তার সংলগ্ন পাহাড়ি এলাকায় তুষারপাতের এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন পর্যটক ৷ তুষারপাতের কারণে আজ নিয়ে দ্বিতীয় দিন বন্ধ ছিল 434 কিলোমিটার দীর্ঘ শ্রীনগর লেহ হাইওয়ে ৷ পাশাপাশি ওই পার্বত্য এলাকাগুলির রাস্তায় তুষারপাতের কারণে যান চলাচল ব্যাহত হয়েছে ৷
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details