Rain in Kolkata: সকাল থেকেই বৃষ্টি কলকাতায়, দেখুন তিলোত্তমার জলছবি
Published : Aug 25, 2023, 1:15 PM IST
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই বৃষ্টিতে ভিজল কলকাতা ৷ মৌসুমী অক্ষরেখার অবস্থান পরিবর্তনের জেরে উত্তর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছিল হাওয়া অফিস ৷ শুক্রবার সকাল থেকেই কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ ছিল মেঘে ঢাকা । কখনও ইলশে গুড়ি তো আবার কখনও হালকা থেকে মাঝারি ধারা স্নানে অনবরত ভিজল কলকাতা। তার জেরে শহরের বেশ কিছু রাস্তায় কিছুটা যানজটের সৃষ্টি হয়।
এদিকে, দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে ৷ তবে দক্ষিণবঙ্গে কলকাতা সংলগ্ন এলাকা ও দুই 24 পরগনায় সকাল থেকে বিরামহীন বৃষ্টি জনজীবনে সমস্যা তৈরি করতে পারে। নিচু এলাকায় জল জমার ফলে যানবাহনের গতি মন্থর হতে পারে । ইতিমধ্যেই শহরের ব্যস্ততম রাস্তা এবং জায়গাগুলিতে জল জমে গিয়েছে।
এই বৃষ্টির জেরে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম বেশ কিছুটা কমবে ৷ আগামিকাল শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ আজকের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে ৷ রবিবার থেকে আবহাওয়া উন্নতির সম্ভাবনা রয়েছে ৷ তবে সবটাই নির্ভর করছে মৌসুমী অক্ষরেখার অবস্থানের উপর ৷