Maharashtra Bridge Collapsed: মহারাষ্ট্রের স্টেশন ভেঙে পড়ল ওভারব্রিজ, মৃত 1 - মহারাষ্ট্রে স্টেশন ব্রিজ ভেঙে আহত 10
মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার বল্লারপুর রেল স্টেশনে একটি পুরনো ওভারব্রিজ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে 1 জনের, আহত হয়েছেন 9 জন (railway station bridge collapsed in Maharashtra) ৷ রবিবার বিকেলে স্টেশনে যখন ট্রেন ঢুকছিল সে সময় ওই ব্রিজে যাত্রী সংখ্যা বেড়ে যায় (bridge collapsed) ৷ তখনই ঘটে ওই দুর্ঘটনা ৷ ব্রিজটি জরাজীর্ণ অবস্থায় ছিল বলে জানা গিয়েছে (Ballarpur railway station bridge collapses) ৷ এই দুর্ঘটনার প্রেক্ষিতে রেলের তরফে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে ৷ গুরুতর আহতদের 1 লাখ ও অল্প আহতদের 50 হাজার টাকা করে সাহায্য করা হবে ৷
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST