Durga Puja 2022: কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল এবার রায়গঞ্জে - Durga puja Pandal Theme
কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial) এবার রায়গঞ্জ শহরে । রায়গঞ্জের অন্যতম সেরা দুর্গোৎসব কমিটি রবীন্দ্র ইন্সটিটিউশনের এবছরের পুজোর থিম (Raiganj Rabindra Institution Durga puja) ভিক্টোরিয়া মেমোরিয়াল ৷ কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের আদলে তৈরি হচ্ছে এই পুজো মণ্ডপ । এবারে রবীন্দ্র ইন্সটিটিউশনের পুজো 53 তম বর্ষে পা দিল । এই পুজোর বাজেট আনুমানিক 15 লক্ষ টাকা ৷ বাঁশ, কাঠ ও ভাটশোলা দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল পুজো মণ্ডপের হল নির্মাণ করছেন নবদ্বীপের শিল্পীরা । পাশাপাশি থাকবে চন্দননগরের সুদৃশ্য আলোকসজ্জা ৷ যা আলোকিত করে তুলবে পুজো মণ্ডপ-সহ সমগ্র এলাকা (Durga puja Pandal Theme) । রায়গঞ্জের কাঞ্চনপল্লির প্রখ্যাত মৃৎশিল্পী ভানু পাল তৈরি করছেন মণ্ডপ ৷ তার সঙ্গে মানানসই প্রতিমা দর্শনার্থীদের বিশেষ নজর কাড়বে বলে আশাবাদী রবীন্দ্র ইনস্টিটিউশন পুজোর কর্মকর্তারা।
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST