Rahul Sinha slams Abhishek Banerjee: অভিষেককে মানসিক চিকিৎসা করানোর পরামর্শ রাহুলের - রাহুল সিনহা
পঞ্চায়েত নির্বাচনে হিংসা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে কোচবিহার, নিউ জলপাইগুড়ি পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা ৷ সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন তিনি ৷ বৃহস্পতিবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ৷ তবে তার আগে অবশ্য় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ৷ সেখানেই তৃণমূলের 'সেকেন্ড ইন কম্যান্ড' অভিষেক মুখোপাধ্যায়কে কটাক্ষ করেন ৷ অভিষেককে 'মানসিক বিকারগ্রস্ত' বলেও কটাক্ষ করেন রাহুল সিনহা ৷
এদিন নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল সিনহা বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বিজেপি নেতাদের বাড়িঘর ঘেরাও করার নির্দেশ দিয়েছেন। এতে বোঝা যায় তৃণমূল কংগ্রেস কতটা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে । আসলে ইডি, সিবিআইয়ের ভয়ে ঘুম না-হলে মানসিক রোগ দেখা যায়। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানসিক রোগের প্রথম পর্যায় । দিদিকে বলব এখনও সময় আছে, রাঁচীর পাগলা গারদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা করান। নইলে আগামীতে সেখানেই রাখতে হবে। কারণ জেলে যাওয়ার ভয়ে ঘুম না-হতে হতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানসিক বিকৃতি হয়েছে ।" উল্লেখ্য, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ঘোষণার পর থেকে নির্বাচন পরবর্তী সময়ে দেদার হিংসার ঘটনা ঘটেছে ৷ প্রাণ হারিয়েছেন অনেকে ৷ ঘটনার দায় রাজনৈতিকদল গুলি একে অপরের ঘাড়ে চাপিয়ে দায় সারেছে ৷