পশ্চিমবঙ্গ

west bengal

দেখুন রাহুলের কেদারনাথ সফরের মুহূর্ত

ETV Bharat / videos

Rahul Gandhi in Kedarnath: প্রসাদের খিচুড়ি বিলোলেন পুণ্যার্থীদের মধ্যে, মাতলেন গল্পেও; দেখুন রাহুলের কেদারনাথ সফরের মুহূর্ত - রাহুলের কেদারনাথ সফর

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 3:49 PM IST

তিনদিনের উত্তরাখণ্ড সফরে গিয়েছেন রাহুল গান্ধি। আজ, সোমবার তিনি দর্শন করেন কেদারনাথের মন্দির। সেখানে তিনি অপেক্ষারত দর্শনার্থীদের দিলেন প্রসাদের খিচুড়ি ৷ তাঁদের সঙ্গে মাতেন গল্পতেও ৷ কালো জ্যাকেট ও টুপি পরে এদিন মন্দিরের ভক্তদের প্রসাদও বিতরণ করেন ওয়ানাডের সাংসদ ৷ মন্দিরের ভক্তরা তাঁকে আর্শিবাদও করেন ৷ এদিন সকালে তাঁকে দর্শনার্থীদের হাতে চায়ের কাপ তুলে দিতেও দেখা দিয়েছে সোনিয়া-পুত্রকে। কংগ্রেসের তরফে এক্সে (টুইট) সমস্ত ছবি শেয়ার করা হয়েছে ৷ রবিবার রুদ্রপ্রয়াগের কেদারনাথ মন্দিরে সন্ধ্যাবেলার দৃশ্য ধরা পড়ে সেখানে। এদিকে, সেখানে রাহুলকে দেখে অনেকেরই ভিড় জমে যায়। অনেকেই রাহুলের সঙ্গে সেলফি তুলতে চান। 

তাঁকে স্বাগত জানান মন্দিরের পুরোহিত, সেবায়েত এবং উত্তরাখণ্ড কংগ্রেসের কর্মীরা। রাহুলের মাথায় ছিল নীল রঙের টুপি, গায়ে জ্যাকেট। তিনি নিজে হাতে সকলকে চায়ের কাপ এগিয়ে দিচ্ছেন শুনে দোকানের সামনে পুণ্যার্থীরা ভিড় জমান ৷ উল্লেখ্য, মিজোরাম ও ছত্তিশগড়ে ভোট রয়েছে 7 নভেম্বর। তার আগে রাহুলের এই কেদারনাথ দর্শন। ছত্তিশগড়ে কংগ্রেসের ভূপেশ বাঘেল সরকারের পুনরায় মসনদ দখলের লড়াই। অন্যদিকে, মিজোরামেও সরকার গঠনের চেষ্টায় কংগ্রেস। 

ABOUT THE AUTHOR

...view details