পশ্চিমবঙ্গ

west bengal

ট্রাকে রাহুল গান্ধি

ETV Bharat / videos

Rahul Gandhi Travels in Truck: ট্রাকচালকদের 'মন কি বাত', মাঝরাতে ট্রাকে সফর রাহুলের - Rahul Gandhi

By

Published : May 23, 2023, 2:02 PM IST

Updated : May 23, 2023, 2:56 PM IST

ট্রাকে ড্রাইভারের পাশে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ দিল্লিতে তিনি ট্রাকচালক ও অন্য কর্মীদের সঙ্গে দেখা করেন, কথা বলেন ৷ তারপর নিজেই একটি ট্রাকে চড়ে বসেন ৷ একেবারে সামনে চালকের পাশের সিটেই ৷ ভারত জোড়ো যাত্রায় তিনি আমজনতার কাছে এসেছেন ৷ তাদের সঙ্গে দেখা করে কথা বলেছেন ৷ সেই শুরু ৷ তারপর থেকে তিনি বিভিন্ন শ্রেণির, পেশার মানুষের সঙ্গে দেখা করে তাদের সমস্যা শুনছেন ৷ এর আগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে ঢুকে পড়ুয়াদের সঙ্গে খাওয়াদাওয়া করেন ৷ তা নিয়ে বিতর্ক তৈরি হয় ৷

এবার ট্রাকচালকদের মাঝে তিনি ৷ সোশাল মিডিয়ায় কংগ্রেস তাঁর এই ভিডিয়োটি পোস্ট করেছে ৷ প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা রাহুল ট্রাকচালকদের সমস্যার কথা জানতে এই পদক্ষেপ করেছেন ৷ মাঝরাতে ট্রাকে উঠে পড়ে সোজাসুজি সাধারণ চালকের পাশে বসেন কংগ্রেস নেতা ৷ কংগ্রেস জানিয়েছে, ট্রাকচালকদের সমস্যা জানতে তাদের মাঝে পৌঁছেছেন জননেতা রাহুল গান্ধি ৷ তিনি দিল্লি থেকে চণ্ডীগড় পর্যন্ত ট্রাকে সফর করেছেন তাঁদের সঙ্গেই ৷ সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ভারতের রাস্তায় প্রায় 90 লক্ষ ট্রাকচালক রোজ ট্রাক নিয়ে যাতায়াত করেন । তাঁদের নিজস্ব অনেক অসুবিধে আছে ৷ রাহুল তাদের 'মন কি বাত' শোনার কাজ করেছেন ৷

Last Updated : May 23, 2023, 2:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details