Cooch Behar Municipality বিদ্যুৎ চুরি করে বেআইনিভাবে হোর্ডিং লাগানো, ব্যক্তিকে পুলিশে দিলেন খোদ চেয়ারম্যান - কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ
পৌরসভার অনুমতি না নিয়ে বিদ্যুৎ চুরি করে বেআইনি হোর্ডিং লাগানোর অভিযোগে হোর্ডিং সংস্থার এক কর্মীকে কলার ধরে থানায় নিয়ে গেলেন কোচবিহার পৌরসভার(Cooch Behar Municipality)চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ । শনিবার দুপুরে কোচবিহার শহরের ঘাসবাজার মোড়ে একটি ট্রাফিক স্ট্যান্ডের ওপর এক ব্যক্তি সাইনবোর্ড লাগানোর সময় এই ঘটনা ঘটে । এই বিষয়ে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান, কয়েকবছর ধরে শহর জুড়ে বেআইনি হোর্ডিং লাগানোর ফলে পৌরসভা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল । গত দুদিন ধরে একটা চক্র সক্রিয় হয়ে উঠেছে নতুন করে হোর্ডিং লাগানোর জন্য । এদিন একজনকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে(Rabindranath Ghosh hand over a man)৷
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST