পশ্চিমবঙ্গ

west bengal

রবীন্দ্রনাথ ঘোষ

ETV Bharat / videos

Rabindra Nath Ghosh: ড্রেনে আবর্জনা ফেলায়, তা তোলালেন রবীন্দ্রনাথ - Rabindra Nath Ghosh

By

Published : Apr 15, 2023, 8:17 PM IST

ড্রেনের মধ্যে মহিলা ফেলছে নোংরা-আবর্জনা । আর দেখতে পেয়েই দাড়িয়ে থেকে সেই ড্রেন থেকে নোংরা আবর্জনা তোলালেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। শনিবার বাংলা নববর্ষের প্রথম দিনে কোচবিহারের বাদুড় বাগান এলাকায় এই ঘটনা ঘটেছে। এদিন সকালে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ । হঠাৎই তিনি দেখতে পান এক মহিলা দুই বালতি বোঝাই করে নোংরা আবর্জনা ড্রেনের মধ্যে ফেলছে । তা দেখতে পেয়ে তিনি রেগে যান । ড্রেন থেকে ওই নোংরা আবর্জনা তোলান এই মহিলাকে দিয়ে । ঘটনায় হইচই পড়ে গিয়েছে এলাকায় । যদিও কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "ড্রেনের মধ্যে নোংরা-আবর্জনা ফেলা ঠিক নয় । ওই মহিলাকে তাই নোংরা আবর্জনা তুলে ফেলতে বলা হয়েছে । যদিও পৌরসভা সূত্রে জানা গিয়েছে, একটানা কয়েকঘণ্টা বৃষ্টি হলে রাজার শহর কোচবিহারে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে । এর কারণ খুজতে গিয়ে দেখা গিয়েছে বাসিন্দাদের একটা অংশ তাদের বাড়ির নোংরা আবর্জনা রাস্তার ধারে কিংবা সরাসরি ড্রেনের মধ্যে ফেলে। আর এরফলে ড্রেনের বিভিন্ন মুখ বন্ধ হয়ে যায়। জল চলাচলে ব্যাহত হয়। আর সে কারণে ড্রেনের মধ্যে নোংরা আবর্জনা ফেলা নিষিদ্ধ করেছে কোচবিহার পৌরসভা ।" 

ABOUT THE AUTHOR

...view details