পশ্চিমবঙ্গ

west bengal

পাইথন উদ্ধার

ETV Bharat / videos

Python Rescue at Sundarbans: সুন্দরবনে মিলল পাহাড়ি এলাকার পাইথন, কৌতুহল-আতঙ্কে এলাকাবাসী

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 10:29 PM IST

সুন্দরবন মানেই রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু হিংস্র জীব-জন্তুর বাস ৷ যেখানে বিপদ পরতে পরতে ৷ জলে ও ডাঙায় বিপদের সঙ্গে বাস সুন্দরবনবাসীর ৷ তার উপর রয়েছে বিষধর কেউটে থেকে কালাচ সাপের ভয় ৷ এবার সেখানে যুক্ত হল পাইথন ৷ সেই সুন্দরবনের পাথর প্রতিমায় দেখা মিলল পাহাড়ি এলাকার পাইথনের ৷ এতেই একদিকে যেমন এলাকার মানুষজনের মধ্যে কৌতুহল ছড়িয়ে পড়েছে , তেমনি তীব্র আতঙ্ক ও গ্রাস করেছে তাঁদের মধ্যে । 

সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ পাথরপ্রতিমার উপেন্দ্রনগরের বাসিন্দ শঙ্কর সামন্ত ৷ তাঁর ফিসারিতে বুধবার মাছ ধরতে জাল ফেলেন । জাল তুলতেই চক্ষু চড়কগাছ ৷ দেখেন জালে পড়েছে বিশালাকার পাইথন ৷ যার দৈর্ঘ্য 13 ফুটের বেশি ৷ জনবহুল এলাকায় পাইথনের দেখা মেলায় রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়বাসিন্দারা । খবর পেয়ে তড়িঘড়ি ওই গ্রামে ছুটে আসেন বনকর্মী ও বনআধিকারিকরা । এরপর সাপটিকে উদ্ধার করে নিয়ে যান তাঁরা । কিভাবে কোথা থেকে এই এলাকায় পাইথন এল সে বিষয়ে যদিও নিশ্চিত করে কিছুই বলতে পারেননি বনকর্তারা । নদী ঘেরা প্রত্যন্ত দ্বীপ এলাকায় এই পাহাড়ি সাপ এলো তা নিয়ে রীতিমত উদ্বেগ দেখা দিয়েছে সুন্দরবনের পাথরপ্রতিমার মানুষজনের মধ্যে । 

ABOUT THE AUTHOR

...view details