পশ্চিমবঙ্গ

west bengal

কাজের আশায় ভিন রাজ্য়ে পাড়ি শ্রমিকদের

ETV Bharat / videos

Workers Migrated: নেই কাজ, অন্ন সংস্থানের জন্য ভিন রাজ্যে পাড়ি শ্রমিকদের - জেলায় কাজ নেই

By

Published : May 27, 2023, 10:06 PM IST

জেলায় কাজ নেই ৷ কাজ করেও টাকা পান না, তাই কাজের সন্ধানে পুরুলিয়া থেকে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন হাজার হাজার মানুষ । ভিন রাজ্যে পাড়ির কারণ প্রসঙ্গেই স্থানীয় শ্রমিকরা জানান, পুরুলিয়ায় কর্ম সংস্থানের সুযোগ নেই ৷ এমনকী 100 দিনের কাজ করলেও, কাজের টাকা পাওয়া যায় না বলে অভিযোগ । তাই পেটের টানে ও পরিবারের জন্য অন্ন সংস্থান করতে ভরসা ভিন রাজ্য ৷ অন্য রাজ্যে পাড়ি দিতেই ট্রেনের অপেক্ষায় পুরুলিয়ায় স্টেশনে বসে স্থানীয় শ্রমিকরা ৷ 

হুড়া থানা এলাকার চাটুমাদারের বাসিন্দা স্বপন মাহাতো দু‘মুঠো অন্নের আশায় চেন্নাই যাচ্ছেন । এই প্রসঙ্গেই তিনি বলেন, "এখানে কাজ নেই, বাড়িতে পয়সা নেই তাই বাইরে যাচ্ছি ।" উপস্থিত পশুপতি মাহাতো নামে আরও এক শ্রমিক তাঁক কথার রেশ টেনেই বলেন, "পুরুলিয়ায় কোনও কাজ নেই, বাড়িতে অভাব তাই বাধ্য হয়ে তামিলনাড়ু যাচ্ছি ।" দেবদাস মাহাতো জানান, বাড়িতে পয়সা ও খাবারের অভাব ৷ পরিবারে মুখে দু’বেলা অন্ন সংস্থান করতে পারছেন না ৷ নিজের জেলায় কোনও কাজ নেই । সস্ত্রীক 100 দিনের কাজ করলেও সেই টাকা পাননি বলে অভিযোগ করেছেন তিনি ৷  

ABOUT THE AUTHOR

...view details