West Bengal Day: ধিক্কার দিবস পালন করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ ক্রীড়াবিদরা - ধিক্কার দিবস পালন করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস
মঙ্গলবার রাজভবনে পালিত হয়েছে পশ্চিমবঙ্গ দিবস। তবে সেটার বিরোধিতা করেছে রাজ্য সরকার। তাদের মতে পশ্চিমবঙ্গ দিবস পালনের ফলে আরও ভেদাভেদ সৃষ্টি করা হচ্ছে। তাই এবার রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন বাংলার ক্রীড়াবিদরা। মঙ্গলবার ধর্মতলায় গান্ধিমূর্তিতে মাল্যদান করে মোমবাতি মিছিল করেন তাঁরা। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ইন্দ্রনীল সেন। এছাড়াও ছিলেন ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান ক্লাবের কর্মকর্তারা।
এদিন মোমবাতি মিছিলের অংশ নিয়েছেন খেলোয়াড় দিব্যেন্দু বড়ুয়া। তিনি বলেন, "আমরা খেলোয়াড়রা আজ পথে নেমেছি। আজ পশ্চিমবঙ্গ দিবস পালনের অর্থ হয় না। বাংলায় বিভাজন আমরা চাই না।" এছাড়া ইস্টবেঙ্গলের সহসভাপতি শান্তি রঞ্জন দাশগুপ্ত জানান, 1947 সালের 20 জুনে যা কাগজে কলমে করেছিল তা আমরা ভুলে যেতে গিয়েছিলাম। এরা বাংলাকে নিয়ে খেলা শুরু করেছে।
এদিনের মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানান, মহামান্য রাজ্যপাল যে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছে তার ধিক্কার জানাই। তিনি বাংলায় দাঙ্গার ও ভেদাভেদের রাজনীতি তৈরি করতে চাইছেন। বিজেপির একজন নেতা হিসাবে রাজ্যপাল বাংলাকে ভাগ করতে চাইছেন। বাংলার মানুষ, বিশিষ্টজনরা জানেন না আজ পশ্চিমবঙ্গ দিবস। একজন বাইরে থেকে এসে তিনি এসব করছে যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।