TMC Agitation অনুব্রতর চড়াম চড়াম মদনের গলাতেও - কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কটাক্ষ মদনের
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বিজেপি সরকার ৷ সেই অভিযোগ তুলেই শনিবার ডানলপ আনমোল মোড় থেকে রথতলা পর্যন্ত মিছিল করে প্রতিবাদ জানালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (TMC Worker Agitation in Kamarhati) ৷ কয়েকহাজার কর্মী সমর্থক জড়ো হয়েছিলেন এই মিছিলে ৷ এই মিছলে সিবিআইকে কটাক্ষ করে কামারহাটির বিধায়ক জানান, অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বতঃস্ফূর্ততা দেখা যাচ্ছে ৷ অনুব্রতই তাহলে ঠিক ছিল । এখনতো দেখছি সবাই চড়াম চড়াম করছে।
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST