Deben Mahato Sadar Hospital 150 অস্থায়ী কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ পুরুলিয়া সদর হাসপাতালে
কোভিড পরিস্থিতিতে নিয়োগ হওয়া 150 জন অস্থায়ী কর্মীর চুক্তির ভিত্তিতে নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় ছাঁটাই করা হয়েছে ৷ এরই প্রতিবাদে মঙ্গলবার পুরুলিয়ার দেবেন মাহাত সদর হাসপাতালে বিক্ষোভ দেখালেন ছাঁটাই হওয়া কর্মীরা(Protest against layoff of 150 temporary workers at Purulia Sadar Hospital)। বিক্ষোভকারীদের দাবি, পুনরায় তাঁদের কাজে নিয়োগ করতে হবে । সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, জুলাইয়ে মেয়াদ শেষ হচ্ছে অস্থায়ী কর্মীদের ৷ এই বিষয়ে হাসপাতাল (Deben Mahato Sadar Hospital) সুপার ডাঃ সুকমল বিষয়ী জানান, চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের মেয়াদ শেষ হয়েছে । তাই তাঁদের কর্মবিরতির নির্দেশ দেওয়া হয়েছে । তবুও এইসব কর্মীদের ভবিষ্যতের কথা ভেবে তাঁদের পুনরায় কাজে নিয়োগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ।
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST