Agnipath Scheme Protest : অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে হাজরা মোড়ে ধুন্ধুমার - অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে ধুন্ধুমার হাজরা মোড়ে
অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবিতে শনিবার এআইডিওয়াইও ও এআইডিএসও-র পক্ষ থেকে হাজরা মোড়ে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় (protest against agnipath scheme by aidyo aidso in Kolkata)। এই কর্মসূচিকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় হাজরা মোড় । পুলিশের সঙ্গে হাতাহাতি হয় বিক্ষোভকারীদের । পুলিশের তরফে জানানো হয়, এই মিছিলের কোনও অনুমতি ছিল না । তাই বিক্ষোভকারীদের গ্রেফতার করে লালবাজার সেন্টার লক-আপে নিয়ে যাওয়া হচ্ছে ।
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST