Priyanka at Shimla Temple: কর্ণাটক নির্বাচনের ফল ঘোষণা ! সিমলার জাখু মন্দিরে প্রার্থনায় মগ্ন প্রিয়াঙ্কা - Priyanka Jakhu Temple News
কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলে বেশ ভালো জায়গায় কংগ্রেস ৷ এর মধ্যে শনিবার সকালে সিমলার জাখু মন্দিরে পুজো দিতে গেলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি। এদিন 8টা থেকে রাজ্যের 36টি কেন্দ্রে ভোটগণনা শুরু হয়ে গিয়েছে ৷ প্রথমে পোস্টাল ব্যালটের গণনা হয়েছে ৷ এই বিশেষ দিনে দক্ষিণের রাজ্যটিতে নেই কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধি, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ৷ গতকালই সোনিয়া গান্ধি হিমাচলপ্রদেশের সিমলায় গিয়েছেন ৷ সূত্রে জানা গিয়েছে, এক-দু'দিনের মধ্য়ে মা ও বোনের সঙ্গে দেখা করতে সিমলায় যাবেন রাহুল গান্ধিও ৷
প্রাথমিক গণনাও জানাচ্ছে কর্ণাটকে কংগ্রেস এগিয়ে রয়েছে ৷ বিজেপির জাঁকজমকপূর্ণ প্রচারের সঙ্গে টেক্কা দিয়ে প্রচার চালিয়েছে কংগ্রেসও ৷ স্বয়ং 77 বছর বয়সি প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধি কর্ণাটকে প্রচারে গিয়েছিলেন ৷ প্রিয়াঙ্কা গান্ধিও সেখানে একাধিক রোড শো, জনসভা করেছেন ৷ আর কয়েক ঘণ্টা পরেই এই প্রচারের ফল স্পষ্ট হয়ে যাবে ৷ তার আগে শনিবার সকালে সিমলার জাখু মন্দিরে পুজো দিতে গেলেন প্রিয়াঙ্কা ? তাঁকে মন্দিরে আরতি করতে দেখা গেল ৷ এরপর কিছুক্ষণ ধ্যান, প্রার্থনার মধ্যেই কাটালেন কংগ্রেস নেত্রী ৷ মন্দিরের মধ্যে সাধারণ মানুষের চোখ এড়াতে পারেননি রাজীব-তনয়া ৷ এক বৃদ্ধা তাঁকে জড়িয়ে ধরে কথা বলতে থাকেন ৷ প্রিয়াঙ্কাও তাঁকে সাদরে আপন করে নেন ৷