পশ্চিমবঙ্গ

west bengal

ধূপগুড়ি উপনির্বাচন

ETV Bharat / videos

Dhupguri Assembly Bypoll 2023: মঙ্গলবার ধূপগুড়ির উপনির্বাচন, জলপাইগুড়িতে চূড়ান্ত প্রস্তুতি ভোট কর্মীদের - ভোট প্রার্থী

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 1:21 PM IST

Updated : Sep 4, 2023, 1:30 PM IST

ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন মঙ্গলবার। তার আগে সোমবার ভোট গ্রহণের জন্য চলছে চূড়ান্ত প্রস্তুতি ৷ জলপাইগুড়িতে অবস্থিত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে রয়েছে ডিসিআরসি থেকে ইভিএম-সহ যাবতীয় সামগ্রী ৷ এখান থেকে সেগুলি নিয়ে কেন্দ্রে যাবার জন্য তৈরি হচ্ছেন ভোট কর্মীরা। মঙ্গলবার ভোট গ্রহণ শুরু হবে সকাল 7টা থেকে ৷ চলবে সন্ধ্যা 6টা 30 মিনিট পর্যন্ত ৷ এবার ভোট গ্রহণের সময় বেড়েছে । 5টার বদলে হয়েছে সাড়ে 6টা ৷ মোট ভোটার সংখ্যা 2 লক্ষ 69 হাজার 416 জন । তার মধ্যে মহিলা ভোটার রয়েছে 1 লক্ষ 31 হাজার 308 জন ৷ পুরুষ ভোটার রয়েছে 1 লক্ষ 37 হাজার 574 জন ৷ তৃতীয় লিঙ্গের তিন জন ভোটার রয়েছেন ৷ 

মোট ভোট প্রার্থী সাতজন ৷ মোট বুথের সংখ্যা 260টি ৷ মডেল বুথ দুটি ৷ মোট ভোট কর্মীর সংখ্যা এক হাজার 200 জন ৷ স্পর্শকাতর বুথ 72টি ৷  অতি স্পর্শকাতর বুথ 37টি ৷ মোট 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে । তার সঙ্গে থাকছে মোট 758 জন রাজ্য পুলিশ ৷ স্পর্শকাতর বুথে চারজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন । নাকা পয়েন্ট করা হয়েছে সাতটি ৷ কোনও হেলিপ্যাড নেই ৷ ক্যামেরা ও ওয়েবকাস্টিং থাকছে 260টি বুথে ৷ সাধারণ পর্যবেক্ষক হলেন কৈলাশ শুকদেও পাগাড়ে ৷ তাঁর ফোন নাম্বার হল (9867069142) ৷ পুলিশ পর্যবেক্ষক হলেন চিলু ভলু শ্রীকান্ত ৷ তাঁর ফোন নাম্বার হল (7702209999) ৷ একটা কন্ট্রোল রুম থাকছে ধূপগুড়ি উপনির্বাচনে ৷

Last Updated : Sep 4, 2023, 1:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details