পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Metal idols steal from Kali Temple : চন্দননগরের কালীমন্দিরে মূল্যবান ধাতুর মূর্তি চুরি - চন্দননগরের কালি মন্দিরে মূল্যবান ধাতুর মূর্তি চুরি

By

Published : Apr 11, 2022, 3:35 PM IST

চন্দননগরে কালীমন্দির থেকে চুরি গেল ধাতুর মূর্তি । প্রাচীন তিনটি মূল্যবান ধাতুর গোপাল, রাধাকৃষ্ণ ও সন্তোষী মায়ের মূর্তি-সহ ঠাকুরের সরঞ্জাম চুরি গিয়েছে বলে জানা গিয়েছে (Precious metal idols stolen from Kali temple in Chandannagar) । চন্দননগরের ভাকুন্ডা লালবাগান এলাকার ঘটনা । রবিবার সকালে লালবাগান অধিকারী বাড়ির সদস্য মন্দিরে এসে দেখেন মন্দিরের তালা ভাঙ্গা রয়েছে । সোমবার ভোররাতে তালা ভেঙ্গে কেউ কালীমন্দিরের সমস্ত কিছু লণ্ডভণ্ড করে । মন্দির থেকে বেশ কিছু দুর্লভ জিনিসপত্র চুরি গিয়েছে । চুরির তালিকায় একটি তামার ঘট, ছটি ঠাকুরের সিংহাসন, দুটি গোপাল ঠাকুরের মূর্তি, অষ্টধাতুর ও একটি তামার মূর্তি ছিল । পুজোর বাসন ও কিছু অর্থ চুরি গিয়েছে বলেও জানা গিয়েছে । প্রায় আড়াইশো বছরেরও বেশি পুরনো এই মন্দির । এই মন্দিরের দেখাশোনা করেন স্থানীয় অধিকারী বাড়ির সদস্যরা । ঘটনার তদন্ত শুরু করেছে চন্দননগর থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details