সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পৌঁছল রাম মন্দিরের প্রসাদী চাল, দেখুন ভিডিয়ো - অশোক কীর্তনীয়া
Published : Jan 17, 2024, 10:25 PM IST
Prasad of Ram Temple: বাংলাদেশে পৌঁছল রাম মন্দিরের প্রসাদ। বুধবার বাংলাদেশের জাতীয় হিন্দু মহা জোটের যশোর জেলার সভাপতি অমল অধিকারীর হাতে চাল এবং কলসি তুলে দিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া। কিছু সময়ের জন্য 'জয় শ্রী রাম ধ্বনি'তে মুখরিত হল পেট্রাপোল সীমান্ত।
আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। প্রাণ প্রতিষ্ঠ হবে রামলালার। সাজোসাজো রব চারদিকে। এই উপলক্ষে দেশ বিদেশে রাম মন্দিরের চাল ও প্রসাদ পৌঁছে দেওয়া হচ্ছে। সেই চাল এবং প্রসাদ এবার সীমান্ত পার করে পৌঁছল বাংলাদেশেও। বিএসএফ এবং বিজিবি'র জওয়ানদের উপস্থিতে পেট্রাপোল বেনাপোলের জিরো পয়েন্টে সেই কলসি ভর্তি চাল এবং প্রসাদ বাংলাদেশের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।
বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া বলেন, "বাংলাদেশ হিন্দু মহা সংঘের পক্ষ থেকে রাম মন্দিরের প্রসাদ চেয়েছিল। সেই মতো আজ তাদের হাতে প্রসাদ তুলে দেওয়া হল।" অমল অধিকারী বলেন, "500 বছরের লড়াই শেষে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। এটা আমাদের সকলের কাছে গর্বের দিন। রাম মন্দিরের প্রসাদ হাতে পেয়ে নিজেদের গর্বিত মনে হচ্ছে।"