Pradip Mazumdar: 'কে আমাকে কোন গাছে বাঁধবে বাধুক না, ঠিকানা দিয়ে দেব', দিলীপকে পালটা প্রদীপের - রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার
রবিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেছিলেন, দিদির দূতরা এলে নারকেল গাছে বেঁধে রাখুন ৷ তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে সোমবার রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার (Pradip Mazumdar) বলেন, কে আমাকে কোন গাছে বাঁধবে বাঁধুক না, ঠিকানা দিয়ে দেব, আমি দিদির দূত হয়ে যাব । এদিন দুর্গাপুর সিটি সেন্টারের সিধু কানহু ইনডোর স্টেডিয়ামে দিদির দূত কর্মসূচি সংক্রান্ত দলীয় এক বৈঠকে অংশ নেন তিনি ৷
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST