পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Pradip Kumar Majumdar: দুর্গাপুরে ফিরতেই মন্ত্রী প্রদীপকে সাদর অভ্যর্থনা অনুগামীদের - প্রদীপ মজুমদার

By

Published : Aug 6, 2022, 7:47 PM IST

Updated : Feb 3, 2023, 8:25 PM IST

রাজ্য মন্ত্রিসভায় সাম্প্রতিক রদবদলের (West Bengal Cabinet Reshuffle) জেরে নতুন দায়িত্ব পেয়েছেন দুর্গাপুর পূর্বের (Durgapur East Assembly Constituency) বিধায়ক প্রদীপ মজুমদার (Pradip Kumar Majumdar) ৷ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছেন তিনি ৷ নতুন দায়িত্ব পাওয়ার পর শনিবারই কলকাতা থেকে দুর্গাপুরে ফেরেন প্রদীপ ৷ এদিন তাঁকে ঘিরে অনুগামীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ৷ প্রদীপকে দেখে তাঁর দিকে ফুল ছুড়ে দেন তাঁরা ৷ মন্ত্রীকে মালা পরিয়ে বরণ করা হয় ৷ দলের কর্মীরা মোটরবাইকে চড়ে প্রদীপের গাড়ির আগে ও পরে শহরের বিভিন্ন রাস্তা ঘোরেন ৷ প্রদীপের মন্ত্রিত্ব পাওয়া উপলক্ষে একটি পথসভারও আয়োজন করা হয় ৷ তিনি বলেন, অতিমারি পরবর্তী সময় ভারতের অর্থনীতি ধুঁকছে ৷ মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে ৷ এদিকে, সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন ৷ তার ঠিক আগেই দলের তরফে এমন একটি দায়িত্ব পেয়ে আপ্লুত এই প্রবীণ রাজনীতিক ৷ তিনি এই দায়িত্বকে চ্যালেঞ্জ হিসাবেই নিচ্ছেন বলে জানিয়েছেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details