Pradip Kumar Majumdar: দুর্গাপুরে ফিরতেই মন্ত্রী প্রদীপকে সাদর অভ্যর্থনা অনুগামীদের
রাজ্য মন্ত্রিসভায় সাম্প্রতিক রদবদলের (West Bengal Cabinet Reshuffle) জেরে নতুন দায়িত্ব পেয়েছেন দুর্গাপুর পূর্বের (Durgapur East Assembly Constituency) বিধায়ক প্রদীপ মজুমদার (Pradip Kumar Majumdar) ৷ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছেন তিনি ৷ নতুন দায়িত্ব পাওয়ার পর শনিবারই কলকাতা থেকে দুর্গাপুরে ফেরেন প্রদীপ ৷ এদিন তাঁকে ঘিরে অনুগামীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ৷ প্রদীপকে দেখে তাঁর দিকে ফুল ছুড়ে দেন তাঁরা ৷ মন্ত্রীকে মালা পরিয়ে বরণ করা হয় ৷ দলের কর্মীরা মোটরবাইকে চড়ে প্রদীপের গাড়ির আগে ও পরে শহরের বিভিন্ন রাস্তা ঘোরেন ৷ প্রদীপের মন্ত্রিত্ব পাওয়া উপলক্ষে একটি পথসভারও আয়োজন করা হয় ৷ তিনি বলেন, অতিমারি পরবর্তী সময় ভারতের অর্থনীতি ধুঁকছে ৷ মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে ৷ এদিকে, সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন ৷ তার ঠিক আগেই দলের তরফে এমন একটি দায়িত্ব পেয়ে আপ্লুত এই প্রবীণ রাজনীতিক ৷ তিনি এই দায়িত্বকে চ্যালেঞ্জ হিসাবেই নিচ্ছেন বলে জানিয়েছেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST