পশ্চিমবঙ্গ

west bengal

দুর্ঘটনা কমাতে শহরে জুড়ে পুলিশি অভিযান

By

Published : Feb 11, 2023, 8:34 AM IST

Updated : Feb 14, 2023, 11:34 AM IST

ETV Bharat / videos

Road Safety Week: পথ নিরাপত্তা সপ্তাহ পালন রায়গঞ্জে, দুর্ঘটনা কমাতে পুলিশি অভিযান

ট্রাফিক দফতরের পক্ষ থেকে রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ (Road Safety Week)। নিয়ম অনুসারে হেলমেট মাথায় দিয়ে গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি না-চালানো, গাড়ি চালানোর সময় সিট ব্লেট লাগানো বাধ্যতামূলক । কিন্তু অনেকেই এসব মানতে চান না । গাড়ি চালকদের এই বিষয়গুলি সম্পর্কে নতুন করে সচেতন করছে ট্রাফিক পুলিশ (road safety week at Raiganj) । ইতিমধ্যেই উত্তর দিনাজপুর জেলা জুড়ে এই সচেতনতা প্রচারভিযান শুরু করেছে । শুক্রবার রায়গঞ্জে ঘড়ি মোড়-সহ শহরের বিভিন্ন প্রান্তে পুলিশ এবং ট্রাফিক পুলিশ যৌথ অভিযান নামে । নিয়ম না-মেনে দ্রুত গতিতে মোটরবাইক চালানো, মদ্যপ অবস্থায় মোটর বাইক চালানোর অভিযোগে কয়েকজন চালককে পুলিশ আটক করে জরিমানা করে। ট্রাফিক পুলিশ আধিকারিকের দাবি, দুর্ঘটনার সংখ্য়া কমিয়ে আনতেই এই অভিযান । রায়গঞ্জ পুলিশ জেলার ডিএসপি (ট্রাফিক) লিয়ং তামাং জানিয়েছেন, ফাঁকা রাস্তাতেও ট্রাফিক আইন না মেনে বাইক ও গাড়ি চালানোর সময়ও দুর্ঘটনা ঘটে ৷  তা রোধ করতেই শুরু হয়েছে স্পেশাল চেকিং ৷ শুরু করা হয়েছে। আগামী দিনেও এই অভিযান আমাদের চলবে। 

Last Updated : Feb 14, 2023, 11:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details