পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Urea Recovered in Dhupguri : ধূপগুড়িতে পুলিশি হানায় উদ্ধার বিপুল পরিমাণ ইউরিয়া - ধূপগুড়িতে পুলিশি হানায় উদ্ধার বিপুল পরিমাণ ইউরিয়া

By

Published : May 22, 2022, 12:44 PM IST

Updated : Feb 3, 2023, 8:23 PM IST

গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নেমে বিপুল পরিমাণ ইউরিয়া সার উদ্ধার করল ধূপগুড়ি থানার পুলিশ । ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ধূপগুড়ি থানার ময়নাতলি এলাকায় (police recovered large quantity of urea in Dhupguri)। সন্ধ্যা নাগাদ ধূপগুড়ি থানার পুলিশের কাছে খবর আসে ওই এলাকায় একটি কোম্পানির ইউরিয়া সারের প্যাকেট থেকে সার বের করে অন্য একটি কোম্পানির প্যাকেটজাত করা হচ্ছে । খবর পেয়েই ঘটনাস্থলে যায় ধূপগুড়ি থানার পুলিশ । দু'টি লরিকে আটক করে থানায় নিয়ে আসে । প্রায় 500-এর কাছাকাছি খালি প্যাকেট এবং প্রায় 500-র কাছাকাছি ভিন্ন কোম্পানির প্যাকেট সার ভর্তি অবস্থায় পাওয়া গিয়েছে । সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি সারগুলি কোন এলাকা থেকে এসেছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details