পশ্চিমবঙ্গ

west bengal

পুলিশ দিবসে পথচলতি মানুষকে পুলিশের চারা বিতরণ

ETV Bharat / videos

West Bengal Police Day 2023: দুর্গাপুরে পুলিশ দিবস, সবুজ বাঁচাতে পথচলতিদের গাছ বিতরণ বিচারকের - দুর্গাপুর ট্রাফিক গার্ড

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2023, 2:59 PM IST

আজ পুলিশ দিবস ৷ অন্যদিকে আজই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জন্ম দিবস ৷ আসানসোল ও দুর্গাপুর এই দুই মহকুমায় পুলিশের পক্ষ থেকে এই দিনটিকে বিভিন্নভাবে পালন করা হচ্ছে ৷ দুর্গাপুর ট্রাফিক গার্ড কার্যালয়ের পক্ষ থেকে এই দিনটিকে একটু অন্যভাবে পালন করা হল ৷ দুর্গাপুরের অন্যতম প্রধান সমস্যা দূষণ ৷ আর এই দূষণের হাত থেকে মুক্তি পেতে হলে দুর্গাপুরে চাই সবুজের সমারোহ। দুর্গাপুর ট্রাফিক গার্ড কার্যালয়ের পক্ষ থেকে তাই পুলিশ দিবস এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জন্ম দিবসে পথচলতি মানুষদের দেওয়া হল ফল ও ফুলের ছোট ছোট চারা গাছ ৷

শাল, সেগুন, শিশু, মেহগনি, ছাতিম, বকুল গাছের চারার পাশাপাশি আম, জাম, কাঁঠাল, পেয়ারা ও ডালিম গাছের চারাও দেওয়া হয়েছে ৷ দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য অমিতাভ বন্দ্যোপাধ্যায় পুলিশের এই ভূমিকায় অত্যন্ত খুশি ৷ তিনি জানালেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জন্ম হওয়ার পর ট্রাফিক বিভাগের কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় দুর্গাপুরের রাস্তাঘাটের যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে ৷ এর সঙ্গে দুর্ঘটনার সংখ্যাও কমে গিয়েছে। একই কথার পুনরাবৃত্তি শোনা গেল দুর্গাপুর মহকুমা আদালতের এক বিচারকের গলাতেও ৷ দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক সেই সময় ওই পথ দিয়েই যাচ্ছিলেন ৷ তিনিও গাড়ি থেকে নেমে বেশ কয়েকজনকে চারা গাছ বিতরণ করেন ৷ দুর্গাপুর স্টিল টাউনশিপ এর প্রিয়দর্শিনী ইন্দিরা সরণির রাস্তায় এই চারা গাছ বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয় ৷

ABOUT THE AUTHOR

...view details