Ban Crackers Recovered: লক্ষাধিক টাকার নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার, গ্রেফতার 1 - নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার সহ গ্রেফতার এক
কালীপুজোর (Kali Puja 2022) আগে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিপুল পরিমাণ শব্দবাজি বাজেয়াপ্ত করল। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে মিঠুন ঘোষ নামে বছর পঁছিশের এক যুবককে (A Accused Arrested with Ban Crackers)। নিষিদ্ধ শব্দবাজি বিক্রি ও ব্যবহার নিয়ে পুলিশের তরফে মাইকে সচেতন করা হচ্ছে। এরপরও কেউ আইন অমান্য করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছিল। আগামীতেও আরও অভিযান চলবে বলে, গঙ্গারামপুর থানা সূত্রে খবর। এই বিষয়ে গঙ্গারামপুর মহাকুমার পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানান, গঙ্গারামপুর থানার শুকদেবপুর এলাকায় গোপন সূত্রে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে শব্দবাজি উদ্ধার হয়েছে । এক জনকে গ্রেফতারও করা হয়েছে ৷ আজ অর্থাৎ শুক্রবার, মহকুমা আদালতে তোলা হবে তাকে।
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST