G20 Summit in Delhi: জি20 শীর্ষ সম্মেলনে বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের চাঁদের হাট! দেখুন ভিডিয়ো - জি 20 গোষ্ঠীর স্থায়ী সদস্য
Published : Sep 9, 2023, 1:40 PM IST
|Updated : Sep 9, 2023, 2:40 PM IST
আজ থেকে দু'দিনের জি20 শীর্ষ সম্মেলন শুরু হয়েছে দিল্লিতে ৷ এই সম্মেলনে আমন্ত্রিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে বিশ্বের একাধিক রাষ্ট্রনায়ক, আন্তর্জাতিক সংগঠনের প্রধানরা ৷ অতিথিদের অভ্যর্থনা শনিবার সকাল সকাল ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
একে একে আসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েন, রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম এবং আরও অনেকে ৷ ওড়িশার কোনারক সূর্য মন্দিরের চক্রের প্রতীকী ছবির সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সবাইকে স্বাগত জানান ৷
2022 সালের ডিসেম্বরে জি20 গোষ্ঠীর সভাপতিত্ব পায় ভারত ৷ এর আগে ইন্দোনেশিয়া এই সভাপতিত্ব করেছে ৷ জি20 সভাপতিত্বে ভারতের থিম 'বসুধৈব কুটুম্বকম ৷ এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ ৷' আমেরিকা, চিন, ভারত-সহ 19টি দেশ জি20 গোষ্ঠীর অন্তর্ভুক্ত ৷ এছাড়া ইউরোপিয়ান ইউনিয়নও এই গোষ্ঠীর সদস্য ৷ তবে শনিবার সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আফ্রিকান ইউনিয়নকে জি20 গোষ্ঠীর স্থায়ী সদস্য হিসেবে ঘোষণা করেছেন ৷