পশ্চিমবঙ্গ

west bengal

পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ETV Bharat / videos

PM Modi Visit Uttarakhand: পার্বতীকুণ্ডে 'রঙ্গা' পরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি - নরেন্দ্র মোদি

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2023, 3:36 PM IST

Updated : Oct 12, 2023, 4:11 PM IST

বৃহস্পতিবার সকালে উত্তরাখণ্ডে পিথোরাগড়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাজ্যের কুমায়মনের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একটি জনসভায় ভাষণের কর্মসূচি রয়েছে তাঁরে ৷ তার আগেই পার্বতীকুণ্ডে পুজো দিয়ে কৈলাশ চূড়া দর্শন করলেন তিনি ৷ 

এদিন প্রধানমন্ত্রীকে ঐতিহ্যবাহী একধরনের বিশেষ পোশাকে দেখা গিয়েছে ৷ যেটি স্থানীয় ভাষায় 'রাঙ্গা' নামে পরিচিত ৷ মাথায় ছিল সাদা 'পাগরি' ৷ জোলিংকং-এর পার্বতীকুণ্ডের শিব-পার্বতী মন্দিরে শাঁখ বাজান এবং আরতিও করেন তিনি ৷ আরতি শেষে জোলিংকঙে আদি কৈলাশ চূড়ার সামনে হাত জোড় করে বেশ কিছুক্ষণ ধ্যানও করেন ৷ এরপরই তিনি গুনজির সীমান্ত গ্রামে চলে যান ৷ সেখানে স্থানীয় নিরাপত্তা কর্মীদের সঙ্গে কথা বলেও একটি প্রদর্শনী ঘুরে দেখেন ৷ তাঁর সঙ্গে ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি । গুঞ্জির অনুষ্ঠান শেষে 15 কিলোমিটার দূরে একটি শিবের মন্দির জাগেশ্বর ধামের উদ্দেশ্যে রওনা দেন ।

এখানে জ্যোতির্লিঙ্গ দর্শণের পর মধ্যাহ্নভোজন শেষে পিথোরাগড়ে ফিরে এস এস ওয়াল্ডিয়া স্পোর্টস স্টেডিয়ামে একটি জনসভায় ভাষণ দেবেন ৷  4 হাজার 200 কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এদিন ৷

Last Updated : Oct 12, 2023, 4:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details