PM Modi In Australia: বাংলার লোকগানে নেচে উঠল সিডনি স্টেডিয়াম, মুগ্ধ মোদি; দেখুন ভিডিয়ো - Modi enthrilled by Dance Performance
অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিডনির কুডোস ব্যাংক অ্যারেনায় আয়োজিত এক অনুষ্ঠানে ভারতীয় নাচে পারফর্ম করতে দেখা যায় শিল্পীদের। বাংলার লোকগান থেকে, আসামের বিহু, গুজরাতের ডান্ডিয়া, কেরলের কথাকলি, এমনকী বিশ্বের দরবারে প্রশংসিত নাতু নাতু গানে জমে ওঠে সিডনির মঞ্চ ৷ অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভারতীয়দের অনুষ্ঠানে মোদির পাশাপাশি উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ওই অনুষ্ঠান মঞ্চ থেকে তাঁর 'বন্ধু' মোদিকে 'দ্য বস' বলে সম্বোধন করেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী। যা শুনে দর্শকাসনে বসে থেকে হাততালি দেন নরেন্দ্র মোদি। গতকাল, সোমবার পাপুয়া নিউ গিনি থেকে বিশেষ বিমানে অস্ট্রেলিয়ায় যান মোদি। তিনি সেখানে দু'দিনের সফরে গিয়েছেন ৷
আজকের অনুষ্ঠানে নমস্তে অস্ট্রেলিয়া বলেই সিডনির অনুষ্ঠানে বক্তৃতা শুরু করেন মোদিজি। সে দেশের বাসিন্দা ও সে দেশে বসবাসকারী ভারতীয়দের ধন্যবাদও জানান তিনি ৷ মোদি বক্তৃতা শুরু পরই উল্লাস ধ্বনি দিতে থাকেন সেখান উপস্থিত দর্শকরা। সিডনির হল মুখরিত হয় 'মোদি মোদি' ধ্বনিতে। জাপান ও পাপুয়া নিউ গিনি সফর সেরে সোমবার রাতেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দরে নামার পর থেকেই উষ্ণ অভ্যর্থনায় ভাসছেন ভারতের প্রধানমন্ত্রী।