Kalyaneshwari Temple: নববর্ষে মানুষের ঢল আসানসোলের প্রাচীন কল্যাণেশ্বরী মন্দিরে - People flock to Kalyaneshwari Temple in Asansol
নববর্ষের দিন ভক্তকূলের ঢল নামল আসানসোলের প্রাচীন কল্যাণেশ্বরী মন্দিরে । শনিবার সকাল থেকেই মানুষজন লাইন দিয়েছেন কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার জন্য । বেলা যত বেড়েছে পারদ তত চড়েছে ৷ তবে সেসবকে উপেক্ষা করে মানুষ মন্দিরে লাইন দিয়ে পুজো দিয়েছে । শুধুমাত্র আসানসোল শিল্পাঞ্চল নয়, আশেপাশের বিভিন্ন অঞ্চল এমনকী পুরুলিয়া, বাঁকুড়ার প্রান্তিক অঞ্চল এবং প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকেও প্রচুর মানুষ এসেছিলেন নববর্ষের দিনে পুজো দিতে এই মন্দিরে । বছরের প্রথম দিন পুজো দিয়ে পরিবারের জন্য মঙ্গল কামনা করলেন সকলে ৷ মন্দির সূত্রে জানা গিয়েছে, এদিন প্রায় 15 থেকে 20 হাজার মানুষ এসেছিলেন মন্দিরে পুজো দিতে । যদিও বেলা বাড়তেই সেই সংখ্যা আরও বাড়তে শুরু করে । মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি মানুষ মাইথনের দিকে বেড়াতে যান । এমনিতেই তো মঙ্গলবার এবং শনিবার কল্যাণেশ্বরী মন্দিরে মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো । অন্যদিকে নববর্ষের দিন শনিবার পড়ায় ভিড় তাই দ্বিগুণ হয়েছিল । মন্দির চত্বরে সালানপুর থানা থেকে প্রচুর মহিলা পুলিশ মোতায়ন করা হয় ৷ কল্যাণেশ্বরী মন্দিরে ভিড় হলেও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি । সুষ্ঠুভাবে মানুষ পুজো দিয়ে ফিরে গিয়েছেন নিজের গন্তব্যে ।