পশ্চিমবঙ্গ

west bengal

খেলা শুরুর আগে মোমের বিরাটকে নিয়ে উচ্ছ্বাস আসানসোলে

ETV Bharat / videos

বিশ্বকাপে রানের ফুলঝুরি, মোমের বিরাট'কে নিয়ে উচ্ছ্বাস আসানসোলে - খেলা শুরুর আগে

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 4:32 PM IST

শুরু হয়ে গিয়েছে বিশ্ব ক্রিকেটের মহারণ । দেশের প্রতিটি প্রান্তে উৎসবের আবহে তুঙ্গে তোরজোড় ৷ এই ফাইনাল ম্যাচে উল্লাস-উন্মাদনা হবে স্বাভাবিকভাবেই ৷ বিশ্বকাপ ফাইনাল ঘিরে উচ্ছ্বাসে মেতেছেন ক্রিকেটভক্তরা । একদিনের ক্রিকেট বিশ্বকাপ ট্রফি জয়ের লড়াইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোতেয়ায় মহারণে নেমেছে ভারত । টিম ইন্ডিয়ার প্রধান ভরসা কিং কোহলি । ফাইনালে অর্ধ-শতরান পেরিয়ে ফিরতে হলেও গোটা টুর্নামেন্টে রানের ফুলঝুরি এসেছে রানমেশিনের ব্যাটে । মোমের বিরাট কোহলিকে নিয়ে উচ্ছ্বাসে মাতলেন আসানসোল স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশন ও ক্রীড়াপ্রেমী দর্শকরা । 

রবিবার আসানসোলের মহিশীলায় ওয়াক্স মিউজিয়ামে বিরাট কোহলির মোমের মূর্তি থেকে ঘিরে উচ্ছ্বাসে মাতে শিল্পশহরের ক্রীড়াআমোদী মানুষজন ৷ তারা বিরাটের মূর্তিতে মালা ও উত্তরীয় পরিয়ে সম্মান জানায় । সবার একটাই আশা, আজ বিশ্বজয় করবে ভারত । শুধু বিরাট নয়, স্লোগান দেওয়া হয় মহম্মদ শামি, রোহিত শর্মা-সহ ভারতীয় দলের প্রত্যেক সদসদ্যকে নিয়েই । আসানসোলের ওয়াক্স মিউজিয়ামের ভাস্কর সুশান্ত রায় বলেন, "আগামী দিনে ক্রিকেটারদের নিয়ে একটা আলাদা মিউজিয়াম করার কাজ চলছে । বিশ্বকাপের পরেই রোহিতের একটা মূর্তি তৈরি করব ।"

ABOUT THE AUTHOR

...view details