World No Tobacco Day 2023: ধূমপানের পরোক্ষ প্রভাবে চোখে পড়তে পারে ছানিও ! বলছেন চিকিৎসক
'ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যানসার হয়' এই বাক্য সকলেরই জানা । কিন্তু নেশার জেরে সেই টান থেকে বিরত থাকতে ব্যর্থ থাকে বহু মানুষ । তবে এর জেরে যেমন ক্ষতি হয় হার্ট ও ফুসফুসের তেমনি ক্ষতি হয় চোখেরও । চিকিৎসকদের মতে, সিগারেটের ধোঁয়া থেকে নষ্ট হয়ে যেতে পারে দৃষ্টিশক্তি । যা সারা জীবনেও আর ঠিক করা যায় না । এছাড়াও অল্প বয়সেই ছানি পড়ে যেতে দেখা যায় বলেই জানাচ্ছেন চক্ষু বিশেষজ্ঞ। তবে কেবল যারা ধূমপান করেন তারা নন, সমান ভাবে ক্ষতিগ্রস্ত হয় প্যাসিভ স্মোকাররাও । অতিরিক্ত ধোয়ার জেরে চোখের রস শুকিয়ে যায় বলে জানান চিকিৎসক । তাই ধূমপান নিজে না করলেও অন্যজন যদি তার সামনে সিগারেট খায়, তবে সমান ক্ষতি হয় দু'জনেরই। এছাড়াও যে সমস্ত মহিলারা ধূমপান করেন তারা যদি গর্ভাবস্থায় নেশায় আসক্ত থাকেন তাহলে তার গর্ভে থাকার সন্তানের ছোট থেকেই চোখের সমস্যা হয় বলেও জানান চিকিৎসক । ছোটবেলা থেকেই সেই সকল সন্তানদের দৃষ্টিশক্তি বিঘ্নিত হওয়ার একটা প্রবল সম্ভবনা থাকে ।