Odisha Train accident: মৃত্যু ছুঁয়ে হাওড়া ফিরে ভয়ানক অভিজ্ঞতার কথা শোনালেন যশবন্তপুর এক্সপ্রেসের যাত্রীরা - Passengers who returned from the accident
বেঁচে ফিরতে পারবেন ভাবেননি ৷ বালাসোরে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকা আহত যাত্রীদের আতঙ্ক আর উৎকণ্ঠায় কেটেছে বিনিদ্র রজনী ৷ বালেশ্বর স্টেশনে আটকে থাকার পর শনিবার সকালে হাওড়া পৌঁছেছে যশবন্তপুর এক্সপ্রেস ৷ প্রাণ হাতে নিয়ে ফিরে এসেছেন অনেকেই। যাত্রীদের জন্য আগে থেকেই চিকিৎসকের দল প্রস্তুত রাখা হয়েছিল। ব্যবস্থা করা হয়েছিল অ্যাম্বুলেন্সেরও। তবে যাঁরা যশবন্তপুর এক্সপ্রেসে হাওড়া পৌঁছেছেন তাঁদের মধ্যে কেউ গুরুতর আহত নন বলে জানিয়েছেন রেল আধিকারিকেরা। চোখের সামনে বিভীষিকাময় দৃশ্য ৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গিয়েছিল বেশ কিছু কামরা ৷ ঘটনায় মৃত্যু হয়েছে বহু মানুষের। করমণ্ডলের 18টি'র পাশাপাশি, ক্ষতির মুখে পড়ে যশবন্তপুর এক্সপ্রেসের দু’টি কামরা। আহত হয়েছেন সেই ট্রেনেরও বেশ কয়েকজন যাত্রী ৷ প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস এবং বেঙ্গালুরু-হাওড়া যশবন্তপুর সুপারফাস্ট এক্সপ্রেস। ইতিমধ্যেই নিহতের সংখ্যা ছাড়িয়েছে 250 ৷ তাঁদের মধ্যে যাঁরা প্রাণে রক্ষা পেয়েছেন সেই সকল যাত্রীদের নিয়ে শনিবার দুপুরে হাওড়া ফিরেছে উদ্ধারকারী ট্রেনটি। অন্যদিকে, বায়ুসেনার বিশেষ চপারে বালাসোরের দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদি ৷ এদিন সকালে দুর্ঘটনাকে কেন্দ্র করে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী । এরপর ওড়িশার উদ্দেশে রওনা হন তিনি। শুক্রবারই নিহত ও আহত পরিবারকে আর্থিক সাহায্যের কথা আগেই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ৷