কলকাতা থেকে উড়ল রামরাজ্যের প্রথম উড়ান, খুশিতে আত্মহারা যাত্রীরা - কলকাতা অযোধ্যা প্রথম বিমান
Published : Jan 18, 2024, 8:04 AM IST
First Flight for Ayodhya from Kolkata: আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা। তার আগেই 17 জানুয়ারি অর্থাৎ গতকাল চালু হয়ে গেল কলকাতা-অযোধ্যা উড়ান। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবার খুব কম সময়ে সরাসরি পৌঁছে যাওয়া যাবে রামরাজ্যে । আপাতত সপ্তাহে তিন দিন এই পরিষেবা চালু থাকবে। তবে প্রথম দিন কলকাতা বিমানবন্দর থেকে দেরিতে ছেড়েছ এই বিমান। কারণটা ঘন কুয়াশার জেরে দৃশ্যমান্যতা কমে যাওয়া ৷
22 জানুয়ারি উপলক্ষে সারা ভারত থেকে তীর্থযাত্রী ও ভক্তরা পৌঁছবে অযোধ্যায়। ইতিমধ্যেই অযোধ্যার মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর এবং দিল্লির মধ্যে বিমান পরিষেবা চালু হয়েছে। এদিন বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেয় অযোধ্যায়। অযোধ্যা থেকে এই বিমান কলকাতায় আসার পর তা কলকাতা থেকে ফের অযোধ্যায় ফিরে যাবে। বুধবার বেলা দেড়টায় অযোধ্যাগামী প্রথম বিমানের সিংহভাগ যাত্রীই পাড়ি দিলেন 22 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে সশরীরে হাজির থাকার উদ্দেশ্যে।
যাত্রীদের বিমানবন্দরে অভিবাদন জানাতে উপহার ও মিষ্টি নিয়ে হাজির ছিলেন বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায়-সহ বেশকিছু নেতা-কর্মী। যাত্রীরা কলকাতা-অযোধ্যা প্রথম বিমানে ভগবান দর্শনের উদ্দেশে যেতে পেরে খুশিতে আত্মহারা ৷