Hanging Thief on Moving Train: চলন্ত ট্রেনে চুরি করে জানালা ধরে ঝুলছে চোর! বাঁচালেন যাত্রীরা, ভাইরাল ভিডিয়ো - Viral Video of Moving Train
Published : Sep 3, 2023, 12:53 PM IST
চলন্ত ট্রেনে যাত্রীর পার্স চুরি করে পালাতে গিয়েই বিপত্তি । পালানো তো দূরের কথা, ট্রেনের জানালা ধরে ঝুলে পড়ল চোর । কিছুক্ষণ পর জানালায় ঝুলতে থাকা চোরের হাতে ব্যথা শুরু হয়। ভিতর থেকে যাত্রীরাও তাকে ধরে রাখে যাতে সে পড়ে গিয়ে আঘাত না পায় ৷ চোরকে বাঁচাতে মানবিক ট্রেনের যাত্রীরা ঝাঁপালেন জোরকদমে । ঘটনা বিহারের বেগুসরাইয়ে । পরবর্তী স্টেশন বাচওয়ারা জংশন পর্যন্ত এভাবেই যাত্রীদের চেষ্টায় অক্ষত থাকল সেই চোর । বাচওয়ারা স্টেশন আসতেই তাকে আরপিএফের হাতে তুলে দেওয়া হয় ৷ এই ভিডিয়ো এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷
জানা গিয়েছে, সম্প্রতি কাটিহার থেকে সমস্তিপুরগামী 05263 নং ট্রেনে এই ঘটনাটি ঘটে ৷ স্থানীয় যাত্রীদের কথায়, কাটিহার থেকে সমস্তিপুর যাওয়ার সময় চলন্ত ট্রেনে এক মহিলার পার্স নিয়ে পালানোর চেষ্টা করলে লোকজন তাকে দেখে ফেলে ৷ তারপরই জানলায় ঝুলে পড়ে সেই চোর ৷ আরপিএফ জানিয়েছে অভিযুক্তের নাম রাজীব কুমার ৷ বাড়ি সীতামাঢ়ি এলাকায় ৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে ৷