Kolkata Medical College: মেডিক্যালে পড়ুয়াদের স্বার্থে প্রতীকী অনশনে অভিভাবকরা, পাশে অপর্ণা সেন - symbolic hunger strike
কলকাতা মেডিক্যাল কলেজে (Kolkata Medical College) পড়ুয়াদের অনশনের (Student Agitation) 168 ঘন্টা পার ৷ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অনড় পড়ুয়ারা। আর সন্তানদের কথা চিন্তা করে এবার প্রতীকী অনশনে (symbolic hunger strike) তাঁদের মা-বাবারা (Parents of medical students) । 12 ঘন্টার প্রতীকী অনশনের ডাক দিয়েছেন অভিভাবকরা । সকাল 10টা থেকে শুরু হয়েছে তাঁদের অনশন । দূরদূরান্ত থেকে তাঁরা এসে সামিল হয়েছেন এখানে । অন্যদিকে কৌশিক সেনের পর এবার পড়ুয়াদের পাশে এসে দাঁড়িয়েছেন অপর্ণা সেনও (Aparna Sen) ।
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST