Young man Beaten: বিবাহবিচ্ছেদের পর আদালত চত্বরে যুবককে মারধর মেয়ের পরিবারের, ভাইরাল ভিডিয়ো
স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের জেরে দু'জনে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন ৷ সেই অনুযায়ী আদালত তাদের ডিভোর্স মঞ্জুর করে ৷ এরপরেই ঘটল আশ্চর্যজনক ঘটনা ৷ আদালত চত্বরেই যুবককে মারধর করতে শুরু করেন মেয়ের পরিবারের লোকজন (young man beaten after divorce in Muzaffarnagar) ৷ একই সঙ্গে ছেলেটিকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যায় তাঁর পরিবারও । প্রায় 15 মিনিট ধরে চলে মারামারির এই ঘটনা ৷ সেই ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরে ৷
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST