পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Panskura TMC: টাকা নেওয়া হলে তা ফিরিয়ে দেওয়া হবে, দলীয় সভা থেকে বার্তা ব্লক তৃণমূল সভাপতির - giving the message of money refund from meeting

By

Published : Nov 4, 2022, 10:47 PM IST

Updated : Feb 3, 2023, 8:31 PM IST

কেউ যদি সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নামে কাটমানি নিয়ে থাকে তাহলে সে ফেরত দেবে ৷ শুক্রবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাইসোরা অঞ্চলে দলীয় সভা থেকে টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে বিতর্কে পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুজিত রায়(Panskura TMC Block President in Controversy for Giving the Message of Money Refund)। যদিও বিরোধীদের কটাক্ষকে কোনওভাবেই গুরুত্ব দিতে নারাজ ব্লক তৃণমূল সভাপতি ৷ তাঁর কথায়, একাধিকবার পাঁশকুড়া(Panskura TMC)ব্লকে সভা করে বিরোধীরা দুর্নীতির কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূলের দিকে । তৃণমূলের এই দুর্নীতি কতটা অভ্যন্তরীণ এবং কারা কারা দুর্নীতির সঙ্গে যুক্ত বা আদৌ দলে কোনও দুর্নীতি রয়েছে কি না সে বিষয়ে স্পষ্ট ধারণা তৈরি করে বিরোধীদের কটাক্ষের জবাব দিতেই এই সিদ্ধান্ত ।
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details