Tree Plantation: লক্ষ্য দূষণমুক্ত নগরী, পঞ্চায়েতমন্ত্রীর উপস্থিতিতে দুর্গাপুরে 3000 বৃক্ষরোপণ - বৃক্ষরোপণ
ভারী রাষ্ট্রায়ত্ব শিল্প ও বহু বেসরকারি কলকারখানার ভিড়ের কারণে ক্রমশ দুর্গাপুর দূষণ নগরীতে পরিণত হচ্ছে । এক সময় যে দুর্গাপুরে শাল পিয়ালের জঙ্গল ছিল, সেখানে এখন নগরায়নের কারণে হারিয়ে যাচ্ছে সবুজ গাছ । সেই দুর্গাপুরকে আবার সবুজ করার ডাক দিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার (Panchayat Minister Pradip Majumdar) । রবিবার মহকুমা তপশিলী জাতি-উপজাতি ও অনগ্রসর মহিলা সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি (Tree Plantation) অনুষ্ঠিত হয় । বৃক্ষরোপণ করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর ডিভিশনের বনাধিকারিক বুদ্ধদেব মণ্ডল, পৌরনিগমের অনিন্দিতা মুখোপাধ্যায়-সহ অন্যান্যরা ।
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST