পশ্চিমবঙ্গ

west bengal

Panchayat Elections 2023

ETV Bharat / videos

Panchayat Elections 2023: সাইকেলে চড়ে ভোট প্রক্রিয়ার তদারকি জেলা পরিষদের কংগ্রেস প্রার্থীর - WB Panchayat Elections 2023

By

Published : Jul 8, 2023, 1:43 PM IST

সাইকেলে ঘুরে ঘুরে ভোট তদারকি করছেন উত্তর 24 পরগনার জেলা পরিষদের 25 নম্বর আসনের কংগ্রেস প্রার্থী জওহরলাল পাত্র ৷ তাঁকে দেখা গেল দত্তপুকুরের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের 1 ও 2 নম্বর গ্রাম সংসদ এলাকায় ঘুরে ঘুরে ভোট প্রক্রিয়া খতিয়ে দেখছেন ৷ আর মানুষ যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেন, সেই আবেদন করেন কংগ্রেস প্রার্থী ৷ জেলা পরিষদের 25 নম্বর আসনের জওহরলাল পাত্রের প্রতিদ্বন্দ্বী তৃণমূলের হেভিওয়েট প্রার্থী নারায়ণ গোস্বামী ৷ যিনি অশোকনগর বিধাসভা কেন্দ্রের বিধায়ক ৷

তবে, প্রতিপক্ষ হেভিওয়েট হলেও, জওহরলাল পাত্রের তাতে কিছু যায় আসে না ৷ তিনি জানান, সাইকেলে করে ঘুরেই তিনি ভোট প্রক্রিয়া কেমনভাবে হচ্ছে তাঁর আসনের অন্তর্গত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিগুলিতে তা খতিয়ে দেখছেন ৷ তেমন কোনও অশান্তির ছবি ধরা না পড়লেও, অনেক জায়গায় কেন্দ্রীয় বাহিনী নেই বলে অভিযোগ করেছেন তিনি ৷ এমনকি সিভিক ভলান্টিয়ারদের দিয়ে ভোট পরিচালনা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি ৷ দত্তপুকুর 1 ও 2 এবং কাশেমপুর এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details