Panchayat Elections 2023: কুলতলিতে ভোট দিতে যাওয়ার পথে গুলিবিদ্ধ 7 এসইউসিআই সমর্থক ! অভিযুক্ত তৃণমূল - গুলিবিদ্ধ হলেন তিন এসইউসিআই
কুলতলিতে ভোট দিতে যাওয়ার পথে গুলিবিদ্ধ হলেন তিন এসইউসিআই সমর্থক ৷ তবে, এসইউসিআই নেতৃত্বের দাবি তাঁদের মোট সাতজন সমর্থক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভরতি রয়েছেন ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কুলতলির মেরিগঞ্জ 1 গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর বুথে ৷ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছে এসইউসিআই ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় 2 জনের অবস্থা আশংকাজনক ৷ এসইউসিআই দাবি করেছে, পুলিশের সামনেই তাদের সমর্থকদের উপরে গুলি চালানো হয়েছে ৷
গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সাইফুদ্দিন শেখ জানিয়েছেন, তাঁর পায়ে ও পিঠে গুলি লেগেছে ৷ আরেক গুলিবিদ্ধ শাহাবুদ্দিন লস্করকে প্রথমে ক্যানিং হাসপাতালে ভরতি করানো হয় ৷ সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে, তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে বামেরা ৷ পাশাপাশি, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন স্থানীয় এসইউসিআই নেতা সিরাজুল মোল্লা ৷ তিনি বলেন, ‘‘ভোট দিতে যাওয়ার সময় আমাদের লোকজনকে লক্ষ্য করে গুলি চালায় তৃণমূলের দুষ্কৃতীরা ৷ মোট 7 জনের গুলি লেগেছে ৷’’ উল্লেখ্য, পরবর্তী সময়ে স্থানীয় এসইউসিআই কর্মী সমর্থকরা স্থানীয় তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ ৷ এই ঘটনায় এক তৃণমূল কর্মীর বাইকে ভাঙচুর চালানো হয় ৷