পশ্চিমবঙ্গ

west bengal

প্রীতিভোজ খেয়ে অসুস্থ 3 শিশু সহ শতাধিক

ETV Bharat / videos

Food Poisoning in Ghatal: বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ 3 শিশু-সহ শতাধিক! গ্রামে বসল মেডিক্যাল ক্যাম্প - Ghatal Hospital

By

Published : Mar 11, 2023, 4:12 PM IST

বিয়েবাড়িতে প্রীতিভোজ খেয়ে অসুস্থ শতাধিক। বর্তমানে ঘাটাল হাসপাতালে (Ghatal Hospital) চিকিৎসাধীন 3 শিশু-সহ প্রায় 50 জন। বাকিদের চিকিৎসা চলছে স্বাস্থ্য দফতরের উদ্যোগে বসানো গ্রামের মেডিক্যাল ক্যাম্পে ৷ ঘটনায় চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে। জানা গিয়েছে, ঘাটাল ব্লকের রঘুনাথপুরের বাসিন্দা বিশ্বজিৎ রায়ের ছেলে সৌরভ রায়ের বিয়ে ছিল শীতলপুর গ্রামে রিঙ্কি ভূঞ্জার সঙ্গে ৷ আর সেই বিয়ে উপলক্ষে শুক্রবার রাতে প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল রঘুনাথপুরে। গ্রামের মানুষের পাশাপাশি মেয়ের বাড়ি থেকেও আত্মীয়রা গিয়েছিলেন প্রীতিভোজে অংশ নিতে। আর সেই প্রীতিভোজ খাওয়ার পরেই রাত থেকে বমি ও পায়খানা উপসর্গ নিয়ে অসুস্থ হতে থাকেন অনেকেই । রাতেই ঘাটাল হাসপাতালে ভরতি করা হয় অনেককে। শনিবার সকাল থেকে ক্রমেই বেড়েছে অসুস্থের সংখ্যা। হাসপাতাল জানিয়েছে, খাবারে বিষক্রিয়ার কারণেই এমনটা ঘটে থাকতে পারে। অসুস্থদের দেখতে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস ও ঘাটাল ব্লকের বিডিও সঞ্জীব কুমার দাস। মহকুমাশাসক সুমন বিশ্বাস জানান, গতকাল রাতে ঘাটাল ব্লকের রঘুনাথপুরে একটি বিয়েবাড়ি ছিল। সেই বিয়েবাড়িতে খেয়ে বেশকিছু মানুষ অসুস্থ হয়েছেন ৷ এই মুহুর্তে শিশু-সহ 46 জন রোগী ভরতি রয়েছেন।

ABOUT THE AUTHOR

...view details