Food Poisoning : মেলায় ফুচকা খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শতাধিক - over 100 fall ill in south 24 parganas after eating phuchka at fair
দক্ষিণ 24 পরগনার মন্দিরবাজার বিধানসভার কাদিপুকুর এলাকার এক মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিকেরও বেশি মানুষ (over 100 fall ill in south 24 parganas after eating phuchka at fair)। মন্দিরবাজার ব্লক এর সরদানা, চন্ডিপুর, চাঁদপুর সহ বিভিন্ন এলাকার মানুষজন ওই মেলায় এসেছিল এবং সেখানে মূলত ফুচকা ও অন্যান্য খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে 100 জনেরও বেশি মানুষ (Food Poisoning)। জ্বর, বমি ও পেট খারাপ-সহ একাধিক উপসর্গ নিয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছে রোগীরা । তাদের মধ্যে বেশ কিছু জন মথুরাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আবার বেশ কিছু জন জয়নগর ও কুলপিতেও ভর্তি রয়েছেন ৷ তবে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে খাদ্যে বিষক্রিয়ার জেরে এমন ঘটনা ঘটেছে । স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রোগীর পরিবারের সঙ্গে দেখা করেন মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার ।
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST