Fire in Kanksa Forest: কাঁকসার জঙ্গলের প্রায় এক কিলোমিটার জুড়ে ভয়াবহ আগুন - দমকল দফতরের কর্মী শিশির ক্ষেত্রপাল
শনিবার কাঁকসার পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কের ধারে শালের জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন । আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকল বাহিনী ও বনকর্মীরা একযোগে কাজ করে । তাদের প্রায় দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে ৷ জানা গিয়েছে, এদিন দুপুরে আচমকা আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা । খবর দেয় পানাগড় বন বিভাগে । ঘটনাস্থলে পৌঁছয় বন কর্মীরা এবং দমকল বাহিনী । দমকল বাহিনী ও বনকর্মীরা এরপরেই আগুন নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্নরকম প্রচেষ্টা চালাতে শুরু করেন । দমকলের পক্ষ থেকে প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয় ৷ তা সত্ত্বেও আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে । নিমেষের মধ্যে প্রায় এক কিলোমিটার বনভূমিকে গ্রাস করে ৷ এরপরেই দমকল ও বনদফতরের কর্মীরা গাছের ডাল ভেঙে ব্যাটিং করার মাধ্যমে শুকনো পাতার আগুন নেভানোর কাজ শুরু করে । তবে এভাবে জঙ্গলে আগুন লেগে যাওয়া এই প্রথম নয়, নিয়ম করে প্রায় প্রতিদিন ঘটছে এই ধরনের ঘটনা বলে জানান পানাগড় দমকল দফতরের কর্মী শিশির ক্ষেত্রপাল ।