DumDum Murder: বাগান পরিষ্কার করতে এসে বৃদ্ধাকে খুনের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী - দমদমে বৃদ্ধাকে খুনের অভিযোগ
দক্ষিণ দমদম পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের মডিকাই লেন এলাকায় শনিবার বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল নাগেরবাজার থানার পুলিশ (Old Woman Killed in DumDum)। মৃতের নাম মুনমুন পাল (62)৷ বৃদ্ধার মাথায় আঘাতের চিহ্ন লক্ষ করা গিয়েছে বলে দাবি পরিবারের ৷ স্বামীর সঙ্গে থাকতেন বৃদ্ধা ৷ তাঁদের দুই মেয়ে ৷ তার মধ্যে এক মেয়ে দেশের বাইরে ও এক মেয়ে ভিন রাজ্যে থাকেন । শনিবার দুপুরে বাড়িতে বাগান পরিষ্কার করার জন্য একজন আসে এরপরে হঠাৎই বিকেল নাগাদ বৃদ্ধার আর্তনাদ শুনতে পেয়ে ছুটে আসে পাশের বাড়িতে থাকা তাঁর পরিবারের অন্য সদস্যরা । তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নাগেরবাজার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় । চিকিৎসকরা জানান, বৃদ্ধার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে ৷ এরপর দেহটি ময়নাতদন্তের জন্য কামারহাটি সাগর দত্ত হাসপাতালে পাঠায় নাগেরবাজার থানার পুলিশ (DumDum Murder)। পাশাপাশি বৃদ্ধাকে যেখানে খুন করা হয়েছিল সেই বাড়ির ঘরটিও সিল করে দিয়ে যায় পুলিশ ।
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST